চট্টগ্রাম, শনিবার, ৪ মে ২০২৪ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বৈশ্বিক বাজারে চিনির দর ঊর্ধ্বমুখী

প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৪ ১০:৩১ : পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে আইসিইতে আগামী মার্চের অপরিশোধিত চিনির দর বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৪ দশমিক ৪৬ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ২৪ দশমিক ৫৪ সেন্ট। গত ডিসেম্বরের শুরুর পর তা সর্বোচ্চ।

একই কর্মদিবসে আসছে মার্চের সাদা চিনির দর ঊর্ধ্বমুখী হয়েছে ২ দশমিক ৩ শতাংশ। প্রতি মেট্রিক টনের মূল্য নিষ্পত্তি হয়েছে ৬৮৫ ডলার ৩০ সেন্টে।

ফ্লোর প্রাইস ৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। আগামী ১ অক্টোবর শুরু হওয়া ২০২৪/২৫ মৌসুমে আখের জন্য যা অবশ্যই কারখানাগুলোকে পরিশোধ করতে হবে। কারণ বিশ্বের দ্বিতীয় বৃহৎ চিনি উৎপাদক উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। বার্তা সংস্থা রয়টার্সকে নয়াদিল্লি সরকারের এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Print Friendly and PDF