চট্টগ্রাম, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ , ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যবহারকারীদের নতুন সুখবর দিলো হোয়াটসঅ্যাপ

প্রকাশ: ৩১ মার্চ, ২০২২ ১২:১১ : অপরাহ্ণ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের দীর্ঘদিন পর ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এখন থেকে আর দীর্ঘ কোনো ফাইল কাউকে পাঠানোর ক্ষেত্রে কাটছাঁটের প্রয়োজন হবে না। নতুন ফিচার যোগ হওয়ার পর ব্যবহারকারীরা ২ জিবি পর্যন্ত ডেটা পাঠাতে পারবেন। এতে সহজেই কোনো ব্যবহারকারী বড় ধরনের ছবি, অডিও-ভিডিও ফাইল কিংবা ডকুমেন্টরি পাঠাতে পারবেন।

বর্তমানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০০ এমবি পর্যন্ত ডেটা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যে কারণে চাইলেই কোনো ব্যবহারকারী একটু বড় ফাইল কাউকে পাঠাতে পারতেন না। একসঙ্গে বেশি ছবি বা ভিডিও পাঠানো সম্ভব ছিল না। তবে এখন ব্যবহারকারীদের সেই সমস্যার সমাধান হবে।
জানা গেছে, ইতোমধ্যে নতুন ফিচারের সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় পরীক্ষা চালানো শুরু হয়েছে। সংস্থাটি নতুন ফিচার চালু করার আগে বেটা টেস্টিং করে থাকে। এর কাজও শুরু হয়েছে। কিছু বেটা টেস্টারকে নতুন এই ফিচার ব্যবহার করার জন্যও দেয়া হয়েছে।

এদিকে এই টেস্টিংয়ে প্রত্যাশানুযায়ী ফল পেলে সব ব্যবহারকারীদের জন্য চালু করা হবে নতুন ফিচারটি। যা অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।

সূত্র: উইন্ডোজ সেন্ট্রাল

Print Friendly and PDF