চট্টগ্রাম, বুধবার, ৮ মে ২০২৪ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে পাকিস্তান

প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৩ ১১:৪৮ : পূর্বাহ্ণ

 

চলমান বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের। ম্যাচের আবহ বিবেচনায় বিশ্বকাপের ৩৫তম ম্যাচটিকে অনেকেই আখ্যা দিচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হিসেবে। বাঁচা মরার এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করছে গাজি টিভি, টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস-১ এ।

এই ম্যাচ দিয়ে আবারও প্রথম একাদশে ফিরে এসেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। পাকিস্তান দলে উসামা মীরের বদলে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলী।

 

পাকিস্তান একাদশ : আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

Print Friendly and PDF