চট্টগ্রাম, সোমবার, ২০ মে ২০২৪ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে মিললো প্রায় ৩ কোটি টাকার বিদেশি মুদ্রা

প্রকাশ: ৮ মে, ২০২৪ ১১:৫০ : পূর্বাহ্ণ

 

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা সমমূল্যের সৌদি রিয়াল ও ডলার পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেলে বিজি ১৪৭ ফ্লাইটের ১৭এ সিটের ওভারহেড বিনের ভেতর থেকে যাত্রীবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ জানান, ব্যাগটি স্ক্যান করে ১ হাজার ৮৭৫ পিস ‘৫০০’ সৌদি রিয়াল (বাংলাদেশি ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা) এবং ১০০ পিস ‘১০০’ মার্কিন ডলার (১১ লাখ টাকা) পাওয়া যায়।

এ অভিযানে বিমানের সিকিউরিটি ও এপিবিএন কাস্টমসকে সহযোগিতা করে। বৈদেশিক মুদ্রাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

 

 

Print Friendly and PDF