চট্টগ্রাম, বুধবার, ৮ মে ২০২৪ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষার ফি ও কোচিংয়ের টাকা দিতে না পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২২ ১১:০২ : পূর্বাহ্ণ

পরীক্ষার ফি ও কোচিংয়ের টাকা দিতে না পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নড়াইলে বার্ষিক পরীক্ষার ফি ও কোচিংয়ের বকেয়া টাকা দিতে না পারায় আত্মহত্যা করেছে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর, বার্ষিক পরীক্ষার ফি না দেওয়ায় স্কুল থেকে প্রবেশপত্র দেয়নি তন্বীকে। পরে, মা আঞ্জুরা বেগম স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করেন।

এদিকে, কোচিং এ বকেয়া ছিলো ৮ মাসের বেতন। ওইদিন বিকেলে কোচিং থেকে বাড়ি ফিরে অপমানে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে তন্বী।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ।

Print Friendly and PDF