প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২২ ১০:৫৯ : পূর্বাহ্ণ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ছয় লেনের মহাসড়ক হবে। জাইকার সঙ্গে আমাদের কাজ চলছে।
চট্টগ্রামের যেদিকে তাকাই উন্নয়ন, এটা শেখ হাসিনার উন্নয়ন। তিনি চট্টগ্রামকে পছন্দ করেন।
শনিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে নগরের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামীকাল স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে বলে আশাকরছি। দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে টানেল হচ্ছে চট্টগ্রামে। একটা টিউব হয়ে গেছে। আরেকটা টিউরের কাজও প্রায় শেষ পর্যায়ে। আশাকরছি জানুয়ারির মধ্যে আমরা পুরো টানেলের কাজ শেষ করতে পারবো। সেটা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
কোভিড পরবর্তী বিশ্বে সংকট রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আফ্রিকার দেশগুলোর অবস্থা খুব খারাপ। ইউরোপের দেশও সংকটে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে প্রধানমন্ত্রী সামলাচ্ছেন। রপ্তানি আয় আবার বাড়তে শুরু করেছে। রেমিটেন্সও বাড়বে। জ্বালানিরও ব্যবস্থা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বেই এ সংকট দূর হয়ে যাবে।
সাম্প্রদায়িক শক্তির উত্থান বিএনপির পৃষ্ঠপোষকতায় হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাস করেন আজ তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাড়াবাড়িটা বেশি হচ্ছে। মিটিং হবে এক সপ্তাহ পরে। তারা তাঁবু খাঁটিয়ে বিছানা বালিশ এনে একটা নাটক করছে। প্রতিটি জেলা, উপজেলা, থানা এমনকি ওয়ার্ডেও আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। এখন ছাড় দিচ্ছি। বাড়াবাড়ি করলে ছেড়ে দিব না।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সূত্র: বাংলানিউজ২৪