চট্টগ্রাম, শনিবার, ৪ মে ২০২৪ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সবার সাথে বন্ধুত্ব নিয়ে চলবে বাংলাদেশ’

প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৪ ১০:০২ : পূর্বাহ্ণ

 

আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই, কারো সাথে যুদ্ধ চাইনা। তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের যা করার সব করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চট্টগ্রামে সেনাবাহিনী সদস্যদের দরবারে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।    রোববার (২১শে এপ্রিল) চট্টগ্রাম সেনাবাহিনীর আর্টিলারি সেন্টারে দরবার অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষা মিশনে আমরা সুনামের সাথে কাজ করছি। আমাদের ছেলেমেয়েরা কখনোই পিছিয়ে থাকবেনা। সব ধরণের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে।

 

 

তিনি আরও বলেন, আধুনিক জ্ঞানসম্পন্ন উচ্চ-প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। তাই সেনা সদস্যদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

সশস্ত্র বাহিনী বিশ্বে মর্যাদা নিয়ে চলবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

এসময় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা ফিলিস্তিনের পাশে আছি, তাদের পাশে সবসময় থাকবো। এই গণহত্যার প্রতিবাদ করে যাবো।

 

Print Friendly and PDF