চট্টগ্রাম, শনিবার, ৪ মে ২০২৪ , ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইফতার পার্টির টাকা দরিদ্রদের জন্য ব্যয় করতে বলেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৪ মার্চ, ২০২৪ ১০:৩৪ : পূর্বাহ্ণ

 

বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন না করে সেই অর্থ সমাজের অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরণ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (১৩ই মার্চ) বুধবার, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই আহবান জানান তিনি। এসময় ফসল সংরক্ষণের জন্য দেশের আট বিভাগে আটটি সংরক্ষণাগার নির্মাণেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি বলেন, রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখতে মন্ত্রণালয়গুলো কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে সভায় খোঁজ নেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সড়ক পরিবহন সংশোধন আইন ২০২৪ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। এতে আইনের ১২টি ধারায় অপরাধের শাস্তি কমানো হয়েছে।

 

Print Friendly and PDF