চট্টগ্রাম, রোববার, ৫ মে ২০২৪ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে- ওবায়দুল কাদের

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ৪:২৪ : অপরাহ্ণ

 

আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বসে নেই। কাজ করে যাচ্ছে সরকার।

ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

এসময় তিনি বলেন বাংলাদেশ নিজেদের ভূমি, সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। মিয়ানমানের অস্থিরতার জন্য নিরাপত্তা ঝুঁকি সীমান্তে থাকতে পারে। এবিষয়ে প্রস্তুত আছে বাংলাদেশ।

জাতীয় পার্টির বিষয়ে তিনি বলেন সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হয়ে আছে, এর বাইরে যারা একটা জাতীয় পার্টি করতে চাইছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা এনিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাদের জন্য সংসদে কোন প্রভাব পড়বেনা।

 

তিনি বলেন বিএনপির রাজনীতিতে মিথ্যাচার চিরজীবনই অপরিহার্য বিষয়। তাদের সাথে জনগণ নেই, তারা হতাশার মধ্যে আছে। তারা কথা বলে বিরোধী দল হয়ে থাকতে চাচ্ছে।

বাংলাদেশের নির্বাচন নিয়ে সমালোচনা মুখর ছিলো কিছু দেশ। নিরাপত্তা সম্মেলনের মতো কোন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো বাংলাদেশের গুরুত্ব তুলে ধরে। গাজার গণহত্যা নিয়ে সাহসী বক্তব্য রেখেছেন তিনি। ইউরোপের কোন রাষ্ট্রনেতাও তা করতে পারেননি।

 

Print Friendly and PDF