চট্টগ্রাম, রোববার, ৫ মে ২০২৪ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকার ৩০ রাজ্যে তীব্র তুষার ঝড়

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ৩:২৬ : অপরাহ্ণ

 

আবারও ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়েছে আমেরিকা। স্থানীয় সময় মঙ্গলবার শুরু হয়েছে বছরের সবচেয়ে বড় তুষার ঝড়। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার প্রায় ৩০টি অঙ্গরাজ্যে ইতোমধ্যে ১২ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমে গেছে।

 

জরুরি অবস্থার আওতায় রয়েছে রাজ্যগুলোর এক কোটি ৩০ লাখ মানুষ। বাতিল হয়েছে ১২শ’ ফ্লাইট। বিলম্বিত হয়েছে বহু উড়োজাহাজের শিডিউল। দুর্ঘটনার আশংকায় বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। শুধু পেনিনসিলভানিয়া রাজ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন দেড় লাখ মানুষ। তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় অনেক জায়গায় সড়ক দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন। নিউ জার্সিতে অন্তত ২৫টিরও বেশি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

 

এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় তুরস্কের আন্তলিয়া শহরে একজন প্রাণ হারিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বন্ধ ঘোষণা করা হয়েছে ছয়টি জেলার স্কুল। ব্যহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

এছাড়া প্রায় এক সপ্তাহ থেকে বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইন্দোনেশিয়া। এতে ব্যহত হচ্ছে দেশটির জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF