চট্টগ্রাম, শুক্রবার, ৩ মে ২০২৪ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ২:২৩ : অপরাহ্ণ

 

তাবলীগ জামায়াতের বড় ধর্মীয় সমাবেশ- বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী শুক্রবার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুইদিন আগে থেকেই টঙ্গীর তুরাগ তীরে জড়ো হচ্ছেন মুসল্লিরা। এবারও ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

 

 

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবার অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।  ইতোমধ্যে সামিয়ানা টাঙানো হয়ে গেছে। মাইক, বিদ্যুৎ, গ্যাস, পানি, টয়লেট, রান্নার স্থানও প্রায় প্রস্তুত। শুক্রবার ফজরের নামাজের পর ধর্মীয় বয়ানের মাধ্যমে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। পরবর্তী তিন দিন দেশ বিদেশের মাওলানারা বয়ান করবেন। রোববার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা।

 

 

ইজতেমায় অংশ নিতে বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসা শুরু করেছেন।

ইজতেমা স্থলের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বসানো সিসিটিভি ক্যামেরা হয়েছে বলে জানান জিএমপি উপ কমিশনার ইব্রাহিম খান ।

১৯৬৭ সাল থেকে টঙ্গীর এই ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা হয়ে আসছে। তবে তাবলীগ জামায়াতের নেতাদের বিভেদের কারণে ২০১৭ সাল থেকে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা।

 

 

সুত্র:বৈশাখী অনলাইন

Print Friendly and PDF