চট্টগ্রাম, রোববার, ৫ মে ২০২৪ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে

প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৪ ১২:৫২ : অপরাহ্ণ

 

প্রয়োজনের তাগিদে আপনাকে অনেক জায়গায় যেতে হয়। কিন্তু, সব জায়গা হয়তো আপনি চেনেন না। সেক্ষেত্রে অপরিচিত কোথাও যাওয়ার সময় গুগল ম্যাপের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু, মাঝে মধ্যে ফোনে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে সমস্যায় পড়তে হয়। তবে গুগল ম্যাপে এমন একটি ফিচার রয়েছে, যার মাধ্যমে ইন্টারনেট সংযোগ ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দেখে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন-

১. গুগল ম্যাপের অফলাইন ফিচারটি ব্যবহারের জন্য আপনাকে প্রথমে সেই এলাকার একটি ম্যাপ ডাউনলোড করতে হবে।

২. ম্যাপটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল ম্যাপ চালু করতে হবে।

৩. এবার যে অঞ্চলের ম্যাপ ডাউনলোড করতে চান সেই এলাকার নামের ওপর ক্লিক করুন।

৪. ম্যাপ ডাউনলোড হওয়ার পরে আপনি তা অফলাইনে দেখতে ও ব্যবহার করতে পারবেন।

৫. এবার অফলাইনে ম্যাপ ব্যবহার করতে প্রথমে গুগল ম্যাপ চালু করুন।

৬. তারপর আপনি যে জায়গাটি দেখতে চান তা সিলেক্ট করুন।

৭. আপনার ইন্টারনেট কানেকশন না থাকলেও ম্যাপ দেখতে পারবেন।

৮. এবার যে জায়গাটির ম্যাপ দেখতে চান, তা সার্চ করুন।

৯. তারপর ইন্সট্রাকশন্স ক্লিক করে পাবলিক ট্রান্সপোর্ট লাইন এবং স্টেশন দেখুন।

১০. তবে অফলাইন ম্যাপে সব তথ্য নাও থাকতে পারে। ইন্টারনেট না থাকার কারণে ট্র্যাফিক ইনফরমেশন ফিচারটি হয়তো কাজ নাও করতে পারে।

১১. গুগল ম্যাপের অফলাইন ফিচারের বড় একটি সুবিধাও আছে। এমন অনেক জায়গা আছে যেখানে ইন্টারনেট কাজ করে না। সেক্ষেত্রে এই ম্যাপ আপনার উপকারে আসবে। ফলে কোনো সমস্যা ছাড়াই আপনি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন।

Print Friendly and PDF