চট্টগ্রাম, রোববার, ৫ মে ২০২৪ , ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের খেলা দেখতে মুখিয়ে আছেন নান্নু

প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৪ ২:৫১ : অপরাহ্ণ

 

অনেক দিন ধরেই ক্রিকেট মাঠে নেই তামিম ইকবাল। তবুও গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেটাঙ্গনে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। দীর্ঘ দিন পর মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন দেশ সেরা এই ওপেনার। সব কিছু ঠিক থাকলে আসন্ন বিপিএলে দেখা যাবে তামিমকে।

এরই মাঝে বিপিএলের জন্য অনুশীলন শুরু করেছেন তিনি। অবশ্য অনুশীলন করতে গিয়ে চোটও পান। যদিও তার  একদিন পরেই আবার ফিরেছেন দেশসেরা এই ওপেনার। লম্বা সময় পর তামিমের মাঠে ফেরা তাই অনেকটাই নিশ্চিত। তার মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটভক্তরা। অপেক্ষায় আছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও।

বুধবার (১০ জানুয়ারি) তামিমকে নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, ‘সে (তামিম) আমাদের অন্যতম সেরা খেলোয়াড়। সবসময়ই তো তাকে খেলতে দেখতে চাইব। ও খেললে তো অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন যাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। ইনজুরি কাটিয়ে এখন খেলবে, এটা দেখার অপেক্ষায় আছি কেমন খেলবে।’

 

ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার জন্য বিপিএলকে সেরা সুযোগ বলে মনে করেন নান্নু। এই নিবার্চক বলেন, ‘প্লেয়ারদের প্রথম কাজ হলো ক্রিকেট খেলা এবং পারফরম্যান্সটা ধরে রাখা। যে যেখানে সুযোগ পাবে নিজের পারফরম্যান্সটা দিতে হবে এবং সেরাটা খেলতে হবে। এটা হচ্ছে ওদের দায়িত্ব। কোথায় কি হচ্ছে এসব নিয়ে চিন্তা করা ওদের দায়িত্ব না। প্লেয়াররা যখনই মাঠে যাবে তখনই তাঁদের সেরাটা দিয়ে খেলতে হবে, এটাই হচ্ছে তাদের দায়িত্ব।’

নান্নু আরও বলেন, ‘সব খেলোয়াড়দের পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকে তাহলে রাখবেন কীভাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই বললাম যে যেখানে সুযোগ পাবে নিজের সেরা খেলাটা দিতে হবে যাতে নিজের খেলাটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারে।’

 

সুত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF