চট্টগ্রাম, শুক্রবার, ৩ মে ২০২৪ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন সিইসি

প্রকাশ: ৩১ জুলাই, ২০২৩ ৯:৫৯ : পূর্বাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অক্টোবরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ডিসেম্বরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, অক্টোবরের আগে তফসিল ঘোষণা সম্ভব নয়। কখন নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে নয়’।

 

সিইসি বলেন, ‘ডিসেম্বরের (২০২৩) শেষ সপ্তাহে অথবা জানুয়ারির (২০২৪) প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। ’

৯০ দিনের মধ্যে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা মাথায় রেখে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে বলে একটি পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন সিইসি। পরে তিনি বলেন, নির্বাচন কমিশন মনে করে অক্টোবরের আগে তফসিল ঘোষণা সম্ভব নয়। ’

 

 

সূত্র – নিউজ ২৪ অনলাইন

Print Friendly and PDF