চট্টগ্রাম, শুক্রবার, ৩ মে ২০২৪ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা : শিক্ষামন্ত্রী

প্রকাশ: ৭ জুলাই, ২০২৩ ৪:৪৫ : অপরাহ্ণ

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেয়া হবে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৭ জুলাই) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে অংশ নেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী পরীক্ষাগুলোতে পূর্ণাঙ্গ না হলেও পুনঃবিন্যাস সিলেবাস করা হবে। যারা পুরো ক্লাস পায়নি, শুধু মাত্র তাদের জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শুধু শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বাসা বাড়িতেও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। অন্তত তিনদিন পর পর বাসা-বাড়ি পরিষ্কার করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF