চট্টগ্রাম, শুক্রবার, ৩ মে ২০২৪ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

প্রকাশ: ২০ জুন, ২০২৩ ৩:১৭ : অপরাহ্ণ

সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ব্যানার প্ল্যাকার্ড নিয়ে তারা সড়ক অবরোধ করেন।

এ বিষয়ে সাত কলেজের আন্দোলনের সমন্বয়ক তছলিম চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমাদের বারবার আশ্বাস দেওয়া হচ্ছে। কিন্তু দাবি মানা হচ্ছে না।

সভা ডাকা হচ্ছে আবার বাতিল করা হচ্ছে। আমরা অবিলম্বে আমাদের দাবির বাস্তবায়ন চাই।

 

 

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে-

-ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করা এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা।

-যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে যে তারা নন-প্রমোটেড; মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে তাদের পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া।

-বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এ সমস্যা সমাধানে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেওয়া এবং সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা।

-সাত কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে বা কারা? শিক্ষার্থীরা কোথায় তাদের সমস্যা উপস্থাপন করবে, তা ঠিক করে দেওয়া।

-একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা।

-শিক্ষক ও ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

-সব বিষয়ে পাস করার পরেও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন প্রমোটেড হচ্ছেন। তাই সিজিপিএ শর্ত শিথিল করা।

 

 

 

সূত্র – নিউজ ২৪  অনলাইন

Print Friendly and PDF