চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশ: ১ মে, ২০২৩ ১১:২৫ : পূর্বাহ্ণ

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চেকিং করার সময় দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। রোববার (৩০ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীর ফুল আমের তল এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার চকমামরপুর কাজিবাড়ি এলাকার মোখলেছুর রহমানের পুত্র মেহেদি হাসান সাগর (২৮) এবং একই এলাকার জয়নাল আবেদীন পুত্র হিরু মিয়া (২৫)।

অভিযুক্তরা সন্ধ্যায় ফুল আমের তল এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল আটক করে চেকিং করছিল।

 

 

দূরবীন ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান শাহিদ হাসান সৌরভ জানান, তার বাইক আটক করে চেকিং করতে চাইলে সন্দেহ হয়।তখন তিনি ও তার সঙ্গে থাকা ২ আরোহী তাদের চ্যালেঞ্জ করেন।

এক পর্যায়ে সেখানে জনতা উপস্থিত হলে তাদের কাছে স্বীকার করেন তারা ভুয়া পরিচয় দিয়েছে। এর মধ্যে খবর পেয়ে সেখানে হাজির হয় পুলিশ। উত্তেজিত জনতা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

 

 

মেট্রোপলিটন পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়ার কথা স্বীকার করেছে। এরা একটি সিন্ডিকেট। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় গিয়ে বাইক আটকসহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে থাকে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

সূত্র – চ্যানেল২৪

Print Friendly and PDF