চট্টগ্রাম, শুক্রবার, ৩ মে ২০২৪ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝাঁজ বেড়েছে পেঁয়াজের, দাম বাড়ার প্রতিযোগিতায় একের পর এক পণ্য

প্রকাশ: ১২ মে, ২০২২ ১১:২৩ : পূর্বাহ্ণ

পেঁয়াজে রীতিমতো সয়লাব চট্টগ্রামের পাইকারি ব্যবসাকেন্দ্র খাতুনগঞ্জ। তাতে দেশী পেঁয়াজের পাশাপাশি আড়তগুলো ভরপুর ভারতীয় পেঁয়াজে।

তবে পর্যাপ্ত সরবরাহেও গত কয়েকদিন ধরে বাড়ছে দাম। ঈদের আগে যে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬-২৭ টাকা কেজি, বুধবার সেটি বিক্রি হয়েছে ৩৭-৩৮ টাকায়। আর ঈদের আগের ২৬ টাকার দেশী পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৩৫টাকায়। আদার দাম কেজিতে বারো থেকে ১৫ টাকা আর রসুনের দামও কেজিতে বেশি ৪ থেকে ৬ টাকা।

ব্যবসায়ীদের দাবি সরকার আমদানি অনুমতি বন্ধ করে দেয়ায় ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ হয়ে বেড়েছে দাম। তবে, আদা ও রসুনের দাম বাড়ার কোনও যৌক্তিক ব্যাখা নেই।

মসুর, মটর, ছোলাসহ ডালজাতীয় পণ্যের দামেও উর্ধ্বগতি। মানভেদে মসুর কেজিতে ৪-৫ টাকা, মটরডাল কেজিতে দশ আর ছোলার দামও বাড়তি কেজিপ্রতি ৫ টাকা। এলাচ, দারচিনি, গোলমরিচ, লংসহ মসলাজাতীয় পণ্যের দামও কিছুটা বাড়তি। এসব পণ্যের দাম বাড়ার পেছনে ডলারের মূল্যবৃদ্ধির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা।

Print Friendly and PDF