চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু দেশ দিয়েছেন, আর তার কন্যা দিয়েছেন সমৃদ্ধি ও বিশ্বাস: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২৩ ৪:১৫ : অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দিয়েছেন, আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সমৃদ্ধি ও বিশ্বাস। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমিতে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছাড়া আগেও এই ভূখণ্ডে নেতা ছিলেন; কিন্তু একমাত্র তিনিই স্বাধীন দেশ দিয়েছেন। সেই স্বাধীন ভিত্তির ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে অবিচল লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly and PDF