প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২৩ ২:৩৮ : অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন বলেই দেশ স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।
শনিবার (২৮ জানুয়ারি) রাজধানী ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ পোল্ট্রি কনভেনশন ২০২৩’ ও মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানান।
আসাদুজ্জামান খান বলেন, দেশে পোল্ট্রি শিল্প একদিনে হয়নি, প্রতিনিয়ত ডিমান্ড অনুযায়ী হচ্ছে। আজ শুধু পোল্ট্রি নয়, গবাদিপশু পালনেও আমরা যথেষ্ট এগিয়ে আছি।
তিনি বলেন, আমাদের দেশের জনগণ সবসময় উদ্যোগী। পোল্ট্রি শিল্প অনেক বাধার সম্মুক্ষীন হয়েও টিকে আছে। প্রাণিসম্পদ এগিয়ে নিতে সরকার কাজ করবে।
মন্ত্রী আরও বলেন, সরকার কৃষিক্ষেত্রকে এগিয়ে নিতে কাজ করছে। দেশের মানুষের ক্যাপাসিটি আছে বলেই, সবকিছুর মোকাবিলা করতে পারছে। প্রধানমন্ত্রী কাজ করছেন বলেই দেশ স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ইউনিডো বাংলাদেশের প্রতিনিধি ড. জাকি উজ জামান এবং পিপিবির উপদেষ্টা মোছাদ্দেক হোসেনসহ আরও অনেকে।