প্রকাশ: ১৯ জানুয়ারি, ২০২৩ ১০:৫৭ : পূর্বাহ্ণ
আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে আর বিএনপি উস্কানি দিচ্ছে সংঘাত-সহিংসতার। নারায়ণগঞ্জে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জে বাংলাদেশ লোক ও কারুশিল্প মেলা এবং লোকজন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজনীতির সমালোচনা করেন তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও ও মানুষের জানমালের ক্ষতি করলে সরকার বসে থাকবে না। শৃঙ্খলা রক্ষায় রাজপথে অবস্থান করছে আওয়ামী লীগ। এটি বিএনপির পাল্টা কোনো কর্মসূচি নয়।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরা তো কিছু করেনি, শেখ হাসিনা যা করেছে, তাতে তাদের অন্তর্জ্বালার সৃষ্টি হয়েছে। যে কারণে তারা রাতের অন্ধকারে কাঁচপুর ও নরসিংদীতে উদ্বোধনী ফলক ভেঙে ফেলছে। তারা তো শান্তিপূর্ণ কর্মসূচি করতে চায় না। ইলেকশন হলে তো শেখ হাসিনার সঙ্গে পারবে না। তারা জানে ভোটে হেরে যাবে, সে জন্য তারা রেগে আছে বলেও জানান তিনি।