চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সেল্টা ভিগোর কাছে পয়েন্ট খোয়ালো ভিয়ারিয়াল

প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩ ১১:১১ : পূর্বাহ্ণ

স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগো’র বিপক্ষে হোঁচট খেয়েছে ভিয়ারিয়াল। স্বাগতিকদের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের।

শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখে খেলতে থাকে অতিথিরা। ৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এলেও অফসাইডের কারণে গোল বাতিল হয় ভিয়া রিয়ালের। এরপর ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন জেরার্ড মরেনো। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিন।

ম্যাচে ফিরতে স্বাগতিকরা চেষ্টা চালালেও তা থেকে আদায় হয়নি গোল। তবে বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় সেল্টা ভিগো।

৬৮ মিনিটে গ্যাব্রিয়েল ভেইগা’র অ্যাসিস্ট থেকে দলকে সমতায় ফেরান স্ট্রান্ড লারসেন। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় দু’দলকে।

Print Friendly and PDF