চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগারগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা মহানগর ছাত্রলীগের সদস্য নিহত

প্রকাশ: ১ জানুয়ারি, ২০২৩ ১০:৪৫ : পূর্বাহ্ণ

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও তালতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮ নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।

রোববার (১ জানুয়ারি) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। ভোর সোয়া পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নূর নবী রিয়াজ জানান, আগারগাঁও তালতলা এলাকার জাদুঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ফিরোজ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Print Friendly and PDF