চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ও রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেও নতুন বই ছাপাতে ভোলেনি সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:২৭ : পূর্বাহ্ণ

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেও নতুন বই ছাপানোর কথা সরকার ভোলেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিশুদের পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হবে।

শনিবার (৩১ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে শিশুদের গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশের উপযোগী প্রজন্ম গড়ে তুলবো আমরা।

এ সময় নতুন বছরের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার থেকে সারা দেশে শিক্ষার্থীদের দেয়া হবে নতুন বই। প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারাদেশে দেশে পৌঁছে যাবে নতুন পাঠ্যবই।

Print Friendly and PDF