চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সফলতা পেতে বেশি প্রয়োজন প্রতিভা নাকি পরিশ্রম!

প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২২ ১২:২৬ : অপরাহ্ণ

জীবনে সফলতা কে না চান।  সবাই তা চাই তবে দেখা যায়, অনেকে সমান পরিশ্রম করেও একজন শুধু অনেক দূর এগিয়ে যান অন্যদের পেছনে ফেলে। মনে করা হয় তার প্রতিভার কারণেই সবার আগে জায়গা করে নিয়েছেন।

আবার উল্টোটাও দেখা গেছে, মাঝারি মানের প্রতিভা কিন্তু অনেক বেশি পরিশ্রমী, তার সফলতা দেখে অনেকেই ঈর্ষা করেন।

আসলে পরিশ্রম ছাড়া শুধু প্রতিভা যথেষ্ট নয়। কঠোর পরিশ্রমই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
প্রতিভা ছাড়াও শুধুমাত্র কঠোর পরিশ্রমে এগিয়ে যাওয়া যায়। শুধুমাত্র প্রতিভার জোরে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। যেমন একজনের গানের গলা খুব ভালো হতে পারে, কিন্তু চর্চা না থাকলে ভালো গায়ক হওয়া সম্ভব নয়।

আর তাই প্রতিভা থাকলে এটা বাড়তি পাওয়া, না থাকলেও খুব ক্ষতি নেই। নিজের ওপর আস্থা রেখে সঠিক পরিকল্পনামতো পরিশ্রম করলেই মিলবে সফলতা।

Print Friendly and PDF