চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছু মানুষ সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২০ এপ্রিল, ২০২২ ৩:৪৮ : অপরাহ্ণ

সরকার যখন দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত, তখন কিছু মানুষ অপপ্রচার আর সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। দেশের অগ্রযাত্রা রুখে দিতে এবং সাধারণ মানুষের উন্নয়ন ব্যাহত করতেই এই ষড়যন্ত্র; এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটউটে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন।

এ অনুষ্ঠানে কৃষি ও কৃষকের জন্য তাঁর সরকারের নানামুখী কর্মকান্ড তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি উন্নয়ন পরিকল্পনা তৃণমূলের মানুষকে কেন্দ্র করে; যার সুফল মিলছে। করোনা সংকট কাটিয়ে সরকার দেশ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি, টিকাসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে।

Print Friendly and PDF