চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মীর সাব্বিরকে সাপ থেকে সাবধান হতে বললেন ওমর সানি

প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২ ৩:৪৪ : অপরাহ্ণ

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর ফাইনাল রাউন্ডের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ্য করে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি মন্তব্য করেন অভিনেতা মীর সাব্বির। সেই মন্তব্য নিয়ে সোশ্যালে ও সংবাদমাধ্যমে অভিনেতাকে ক্ষমা চাওয়ার আহ্বান করেন উপস্থাপিকা। যা নিয়ে সোশ্যালে শুরু হয় নানা বিতর্ক।

মীর সাব্বিরের মন্তব্যটি নিয়ে নেটিজেনদের একাংশ নেতিবাচক মন্তব্য করেন। আবার তার মন্তব্য বিনোদন ছাড়া অন্য কোনো উদ্দেশে ছিল না উল্লেখ করে দর্শক থেকে ইন্ডাস্ট্রির অনেক তারকা মীর সাব্বিরের পাশেও দাঁড়িয়েছেন।

এবার পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তিনি তার ফেসবুকে মীর সাব্বিরকে সমর্থন করে লিখেছেন, ‘মীর সাব্বির আমার দেশি ছোট ভাই, তোমার কোন দোষ না। ভাইরালের শিকার তুমি, ধোরা সাপ থেকে সাবধান হই’।

Print Friendly and PDF