প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২ ১১:৩৫ : পূর্বাহ্ণ
শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর আহমাদিয়া কামিল মাদরাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ সম্মেলন সফল করতে এরই মধ্যে উদযাপন কমিটি করা হয়েছে। তারা সম্মেলনকে মহামিলন মেলায় পরিণত করতে কাজ করছেন।
তিনি আরো বলেন, করোনা পরবর্তী পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বেই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে দেশের জনগণ সাময়িক অসুবিধায় আছে। প্রধানমন্ত্রী সবাইকে কৃষিতে মনযোগী হয়ে বেশি বেশি খাদ্য উৎপাদন করতে বলেছেন। এতে দেশে দুর্ভিক্ষ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে সারাক্ষণ ভাবেন। তাই তাকে আগামীতেও মানুষ ভোট দিয়ে সম্মান জানাবে।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, মাদারীপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান জাচ্চু খান, মাদারীপুর আহমাদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাত হোসাইন প্রমুখ।