প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২ ২:৩৯ : অপরাহ্ণ
বুয়েটছাত্র ফারদিন চনপাড়ায় নিহত হয়েছেন বলে মনে হচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, ফারদিনকে রাত সোয়া দুইটায় যাত্রাবাড়িতে হাঁটতে দেখা গেছে, সেখান থেকে কয়েকজন তাকে লেগুনায় তুলে নিয়ে যায় তারাবোর দিকে। ধরে নেন, বিশ্বরোডের দিকে।
হারুন অর রশীদ বলেন, লেগুনা চালক নজরদারিতে আছে, এখন পর্যন্ত এভাবেই কাজ চলছে। প্রথমত তাকে সাদা গেঞ্জি পরিহিত একজনের সঙ্গে কথা বলতে দেখা যায় যাত্রাবাড়িতে পরে সেখানে আরও কয়েকজনকে তাকে তুলে নিতে দেখা যায়।
তিনি আরও বলেন, র্যাব বা কে কি বলেছে, সেটা আমার দেখার বিষয় না, আমি আমারটা বলবো। সোয়া দুইটায় যে যাত্রাবাড়ি হাঁটে, তার পক্ষে আড়াইটায় চনপাড়া থাকা অসম্ভব।
এর আগে বুধবার (১৬ নভেম্বর) র্যাব জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় রাত আড়াইটায় খুন হন বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ।