চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিলামে উঠেছে স্টিব জবসের স্যান্ডেল

প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২২ ১০:৫১ : পূর্বাহ্ণ

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের এক জোড়া স্যান্ডেল নিলামে উঠেছে। দাম ধরা হয়েছে ৬০-৮০ হাজার মার্কিন ডলার। খবর এনডিটিভি’র।

যে স্যান্ডেল জোড়া বিক্রির জন্য নিলামে উঠেছে, সেটি বার্কেনস্টক অ্যারিজোনা ব্র্যান্ডের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জুলিয়ানস অকশনস নামের একটি প্রতিষ্ঠান এই স্যান্ডেলের নিলামের আয়োজন করেছে। শুধু যে স্যান্ডেলের নিলাম হচ্ছে এমনটা নয়, এই স্যান্ডেলের আলোকচিত্রও নিলামে উঠছে। তবে সেটা শক্ত কোনো কাগজে প্রিন্ট করা ছবি নয়। হাল আমলে জনপ্রিয় হয়ে ওঠা এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন) বিক্রি হচ্ছে। অর্থাৎ এই ছবির ডিজিটাল-স্বত্ব বিক্রি হচ্ছে।

শুক্রবার (১১ নভেম্বর) থেকে এই নিলাম শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ রোববার (১৩ নভেম্বর) এই নিলাম শেষ হবে।

স্টিভ জবসের যে স্যান্ডেল জোড়া নিলামে উঠেছে, তা বেশ পুরোনো। জুলিয়ানস অকশনসের দেয়া তথ্য অনুসারে, ১৯৭০ থেকে ‘৮০-এর দশকে এই স্যান্ডেল জোড়া ব্যবহার করেছেন তিনি। এই স্যান্ডেল ছিল স্টিভ জবসের বাড়ির ব্যবস্থাপক মার্ক শেফের কাছে।

Print Friendly and PDF