চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে বসে সাহেবগিরি করা চলবে না: পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: ৬ নভেম্বর, ২০২২ ২:৫৮ : অপরাহ্ণ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঘরে বসে সাহেবগিরি করা চলবে না। কাজ না করে বসে থাকলে এ মানুষ দিয়ে দেশের কোনো ফায়দা নেই। যিনি সকালে ঘুম থেকে উঠে মাঠে চলে যান তিনি প্রকৃত হিরো।

রোববার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চাল-ডাল, গরু-ছাগল, আম যত বেশি উৎপাদন করবো সেগুলো বিক্রি করে টাকা পাবো। আর ডলার তখন লাগে যখন আমরা বিদেশ থেকে কিছু দেশে আনতে চাই। ফলে ডলারের কোনো সংকট নেই। টানাটানি আছে এ মুহূর্তে। সেটা আগামীতে কমে যাবে। তবে আমাদের দেশে উৎপাদন বাড়াতে হবে।

এ সময় সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শান্তিগঞ্জ উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF