চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীর রডের আঘাতে পরকীয়া প্রেমিকের মৃত্যু

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ১১:২৬ : পূর্বাহ্ণ

নীলফামারীতে পরকীয়ার ঘটনার সহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নীলফামারী থানায় হত্যা মামলা করেছেন নিহত সহিদুলের স্ত্রী তহমিনা বেগম।

শুক্রবার বিকেলে ওই ঘটনায় গ্রেফতার রফিকুল ও তার স্ত্রী লাইলি বেগমকে আদালতের মাধ্যম জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টুপামারী ইউপির কিসামত দোগাছি জুম্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন থেকে ইজিবাইক চালক রফিকুলের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ছাগল ব্যবসায়ী সহিদুল ইসলামের। বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে অনৈতিক কাজের সময় সহিদুলকে হাতেনাতে ধরে ফেলেন রফিকুল। এ সময় রফিকুলের রডের আঘাতে গুরুতর আহত হলে তাকে মৃত ভেবে বাড়ির পাশে ধানক্ষেতে রেখে আসেন রফিকুল দম্পত্তি।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মুক্তারুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত রফিকুল ও তার স্ত্রী লাইলি বেগমকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly and PDF