চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৮ বছর বয়সে বিয়ে করলেন বিএনপির সাবেক এমপি মাসুদ অরুণ

প্রকাশ: ৫ নভেম্বর, ২০২২ ১১:১২ : পূর্বাহ্ণ

অবশেষে ৫৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেছেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে আমেনা খাতুনের সঙ্গে মাসুদ অরুণের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহম্মদ আলীর বড় ছেলে।

মাসুদ অরুণ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর নববধূ আমেনা খাতুন চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly and PDF