চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে আসতে পারে চমক

প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২ ১১:৪৬ : পূর্বাহ্ণ

ঢাকা জেলা আ. লীগের সম্মেলনে আসতে পারে চমক

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উপজেলাগুলোতে সাজ সাজ রব পড়ে গেছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর আগারগাঁও শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার, ধামরাই- এই পাঁচ উপজেলা নিয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ গঠিত। পদ পেতে আগ্রাহীরা সম্মেলনের আগে থেকে দৌড়ঝাঁপ শুরু করেন। তাই কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি কদর বেড়েছে উপজেলার তৃণমূল নেতাকর্মীদের।

ইতোমধ্যেই নেতাকর্মী ও সমর্থকরা নিজ নিজ প্রার্থীকে জয়ী করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন-পোস্টার লাগানো ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার।

জানা গেছে, ঢাকা জেলা কমিটিতে নতুন চমকও আসতে পারে। দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার স্বার্থে নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে কমিটি গঠন করা হতে পারে।

এদিকে সম্মেলন এলাকা ও মঞ্চ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা।

জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন বেনজির আহমেদ এমপি।

Print Friendly and PDF