চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নভেম্বরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২২ ৪:৫৫ : অপরাহ্ণ

নভেম্বরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলে আশাব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হা‌মিদ। তিনি বলেন, ‘জরু‌রি পরিস্থিতিতে ‌বিদ‌্যু‌তের লোড‌শে‌ডিং করা হ‌চ্ছে যা সাময়িক। নভেম্বরের ম‌ধ্যে বিদ‌্যুৎ পরিস্থিতির উন্নতির ব্যাপারে সরকার আশাবাদী। ’

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ব্র‍্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশ এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে অক্সফ্যাম ইন বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রুনাই থেকে এলএনজি আমদানির বিষয়ে তাদের কাছে বাংলাদেশের চাহিদা জানানো হয়েছে। শিগগিরই তাদের উত্তরের অপেক্ষায় ঢাকা। ’

গ্রিড বিপর্যয়ের প্রসঙ্গ টেনে নসরুল হামিদ বলেন, ‘এ ঘটনায় বিতরণ সংস্থাগুলোর তদন্ত প্রতিবেদন এখনো হাতে আসেনি। তারা কিছুদিন সময় চেয়েছে। আগামী সপ্তাহে প্রতিবেদন পাওয়া যেতে পারে। প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ’

Print Friendly and PDF