প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২২ ১:১৮ : অপরাহ্ণ
কবিরাজের ছদ্মবেশে ১৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি হেমায়েত নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির। রাজধানীর কেরানীগঞ্জ থেকে গতকাল বুধবার তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান। আজ বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ২০০৫ সালে বাগেরহাটের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ও ১৭ বছর ধরে দেশে ও পার্শ্ববর্তী দেশে কবিরাজের ছদ্মবেশে পলাতক আসামি হেমায়েতকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।