চট্টগ্রাম, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরী মেয়েকে খুঁজতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২২ ২:৫৩ : অপরাহ্ণ

কিশোরী মেয়েকে খুঁজতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার

নিজের নিখোঁজ কিশোরী মেয়েকে খুঁজতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। পানীয়ের সঙ্গে কিছু একটা ‘মিশিয়ে’ ৩৬ বছর বয়সী ওই নারীকে বুধবার রাতে ধর্ষণ করে তিন যুবক। পরে বৃহস্পতিবার সকালে জ্ঞান ফিরে পাওয়ার পর পুলিশে অভিযোগ জানান তিনি।

এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা তিনজনই একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে। ওই তিনজন হলেন- নবীন সিং (২৮), বিশ্ব মোহন আচারিয়া (২৬) ও অক্ষয় তানেজা (৩০)।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিম দিল্লির পাঞ্জাব বাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিজের নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী কিশোরীকে খুঁজতে বেরিয়েছিলেন তিনি।

ওই নারী জানান, রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হয় তার। তিনি তার মেয়েকে খুঁজে দেবেন বলে জানায়। কিন্তু এজন্য তার দুই বন্ধুর সঙ্গে তাদের ভাড়া করা বাড়িতে যেতে হবে বলে জানায় তারা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিম দিল্লির পাঞ্জাব বাগ এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিজের নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী কিশোরীকে খুঁজতে বেরিয়েছিলেন তিনি।

ওই নারী জানান, রাস্তায় এক ব্যক্তির সঙ্গে দেখা হয় তার। তিনি তার মেয়েকে খুঁজে দেবেন বলে জানায়। কিন্তু এজন্য তার দুই বন্ধুর সঙ্গে তাদের ভাড়া করা বাড়িতে যেতে হবে বলে জানায় তারা।

Print Friendly and PDF