চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় শুধু চালককে দায়ী করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২ ২:৪৯ : অপরাহ্ণ

সড়কে দুর্ঘটনায় চালককে এককভাবে দায়ী না করার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশে প্রচলিত নিয়মে গলদ আছে বলছেন বুয়েটের এক্সিডেন্ট রিসার্স ইন্সটিটিউট।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় জাদুঘরে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

শাজাহান খান তার বক্তব্যে বলেন, বেশিরভাগ ঘটনায় তদন্তের আগেই চালককে সামাজিক মাধ্যমগুলোতে দায়ী করা হয়। তবে সড়ক দুর্ঘটনা এড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একতরফা নয়, দুর্ঘটনার কারণ জানতে প্রয়োজন বিজ্ঞান সম্মত তদন্ত। এ জন্যই দেশের প্রতিটি মহা সড়ককে সিসিটিভির আওতায় আনা হচ্ছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক তারেক মাসুদ ও মিশুক মুনীরের সড়ক দুর্ঘটনায় তাদের করা তদন্ত প্রতিবেদন তুলে ধরেন। তারা বলেন, এই ঘটনা বাস চালকের ভুলে নয়, তারেক মাসুদকে বহনকারী মাইক্রোবাসের ওভারটেকিং করতে গিয়ে হয়।

Print Friendly and PDF