প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২ ২:১০ : অপরাহ্ণ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমানে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য জানান নসরুল হামিদ। তিনি বলেন, বিকেলের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমাদের ৪ কোটি ৮০ লাখের বেশি গ্রাহক রয়েছে। তার মধ্যে ৮০ লাখের মতো গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। প্রায় দেড় থেকে দুই হাজার পোল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে হিসাবে এটি খুব বেশি বড় বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যত দ্রুত সম্ভব সংযোগ দেয়ার লক্ষ্য থাকবে আমাদের। বিশেষ করে জরুরি ব্যবস্থা যেমন হাসপাতালে যত দ্রুত সংযোগ দেয়া যায়, সেটাই আমাদের অগ্রাধিকার। এছাড়া খুব বেশি ক্ষতিগ্রস্ত পোলগুলো কীভাবে ইন্সটল করা যায় তা নিয়ে ভাবছি আমরা।