চট্টগ্রাম, রোববার, ২৭ অক্টোবর ২০২৪ , ১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে নৌযান চলাচল স্বাভাবিক ঘোষণা

প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২ ১২:৪৮ : অপরাহ্ণ

দেশ এখন ঘূর্ণিঝড় সিত্রাংমুক্ত। মঙ্গলবার (২৫ অক্টোবর) এই ঘূর্ণিঝড় দেশের সীমা অতিক্রম করার পরই আভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে সংস্থাটি এ ঘোষণা দেয়। এর আগে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি এবং পরবর্তী করণীয়র জন্য বিআইডব্লিউটিএ এর সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়। সেইসঙ্গে উদ্ধারকারী নৌযানগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখতে বলা হয়েছিল।

এদিকে, উত্তর বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া থাকায় মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরগুলোকে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। আর কক্সবাজারে ছয় নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Print Friendly and PDF