প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২২ ৩:৪০ : অপরাহ্ণ
তিনি বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে। কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বালাদেশ কোনো সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নেই, আগামী দিনেও হাহাকার হবে না।
সোমবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে আব্দুর রাজ্জাক বলেন, দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না এটা হয় কখনো হয় না। বিএনপি রেললাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দেবে, আমার ঘরে আগুন দেবে জীবন্ত মানুষ মারবে আর পুলিশ চুপ করে বসে থাকবে আমরা চুপ করে বসে থাকবো। ২০১৫ সালে ৯০ দিন হরতাল দিয়েছিল তখন যেভাবে ঘরে ঢুকিয়েছিলাম যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গিয়েছিলো, আগামীদিনেও সেভাবে যেতে হবে। রাজপথ তাদের কাছে থাকবে না।
সম্মেলনে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছারসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।