চট্টগ্রাম, রোববার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা রেলস্টেশনে ভাংচুর: বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২২ ১০:৪০ : পূর্বাহ্ণ

খুলনা রেলস্টেশনে ভাংচুরের: বিএনপির ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা রেলস্টেশনে দরজার গ্লাস ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ১৭০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) এ মামলা দায়ের করা হয়।

এর আগে শনিবার বেলা পৌনে ১২টার দিকে রেলস্টেশনে ভাংচুরের ঘটনার পর পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলের দিকে রওনা দেয়।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, বিএনপির নেতাকর্মীরা ট্রেন থেকে নামার পর নিজেদের মধ্যে কথা কাটাকাটি এবং সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এ সময় পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে।

বিস্তারিত আসছে . . .

Print Friendly and PDF