প্রকাশ: ১২ অক্টোবর, ২০২২ ১১:২১ : পূর্বাহ্ণ
ঢালিউডের আলোচিত, জনপ্রিয় নায়িকা পরীমণি কিছুদিন আগেই মা হয়েছেন। দুই মাসের ছেলে রাজ্যকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন পরী। ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা।
গতকাল মঙ্গলবার পরীমণি তার সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেন।
সেখানে ক্যাপশনে লেখেন, ‘আমাদের ছেলের দুই মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ। ‘ Happy two months Baajaan।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় দুইটি ছবি পোস্ট করে নির্মাতা চয়নিকা চৌধুরী লেখেন, ‘আজ আমাদের রাজ্যের দুই মাস পূর্ণ হলো। অনেক অনেক আদর আর ভালোবাসা আর প্রার্থনা।
সুস্থ আর নিরাপদে মা-বাবার আদরে থেকো। যখন বড় হবে জানতে পারবে তোমার মা নিজ হাতে তোমাকে কী করে মানুষ করছে,যত্ন করছে। তোমার সবকিছু সে নিজের হাতে করে। অনেক অনেক আশির্বাদ তোমার জন্যে। তোমাদের ভালোবাসি’।
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমণি। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। অবশেষে রাজ-পরীর ঘরে আসে তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য রাজ্য। বর্তমানে তাকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন পরী।