চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভূমিধসে নিহত ৩৬

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২ ৪:১৮ : অপরাহ্ণ

ভেনেজুয়েলার লাস তেজেরিয়াস শহরে মুষলধারে বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু বাড়িঘর ধসে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন নিহতের খবর দিচ্ছে বার্তা সংস্থা বিবিসি। এছাড়াও নিখোঁজ রয়েছে অন্তত ৫৬ জন।

নিখোঁজ ব্যক্তিদের খোঁজে জরুরী উদ্ধার অভিযান পরিচালনা করছে ১ হাজার উদ্ধারকর্মী। এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন দেশটির ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

তিনি বলেন, ‘আমরা নিখোঁজদের যাকে পারি বাঁচানোর চেষ্টা করছি। যারা ইতিমধ্যেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। ’

এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

এর আগে প্রকাশিত প্রতিবেদনে ২৫ জন নিহত হওয়ার কথা থাকলেও স্বরাষ্ট্র ও বিচার মন্ত্রী রেমিজিও সেবালোস সাংবাদিকদের বলেছেন সংখ্যাটা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিনের মুষলধারে বৃষ্টিপাতের কারণে এল পাটো নদীর তীর ভেঙে গেছে। ফলে বন্যার পানি রাজধানী কারাকাসের প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে শহরের গাছ, গাড়ি, বাড়িঘর ও দোকানপাট ভাসিয়ে নিয়ে গেছে। বাড়ির দেয়াল ও ঘন কাদা দেখায় সাক্ষী দিচ্ছে বন্যার পানি কতটা উপরে উঠেছিল।

Print Friendly and PDF