চট্টগ্রাম, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণ সাথে থাকলে যে কোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২ ২:৩৯ : অপরাহ্ণ

জনগণ সাথে থাকলে যে কোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীরে শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রেখে সামনে এগিয়ে যেতে হবে। জনগণ যতক্ষণ সাথে আছে, চিন্তার কিছু নেই। তবে তাদের উদ্বুদ্ধ করে কাজে লাগাতে হবে। করোনার মতো চলমান যুদ্ধের কারণে সৃষ্ট ভয়াবহতা ও অর্থনৈতিক মন্দা থেকে দেশকে মুক্ত করতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার আওতার মধ্যে যাতে থাকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার জন্য যা যা করণীয় সেটা আমরা করব।’

এ সময় তিনি নতুন করে বিশ্ব মন্দার জন্য রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের প্রভাবকে দায়ী করেন।

উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও সংশ্লিষ্টদের আবারও স্পষ্ট নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের যে প্রকল্পগুলো আমরা হাতে নিচ্ছি, প্রত্যেকটা প্রকল্প গ্রহণের আগে আমাদের কাছে অনেক ধরনের প্রস্তাব আসে। অনেক আন্তর্জাতিক সংস্থাও প্রস্তাব নিয়ে আসে। সেখানে আমাদের যেটা করতে হবে, কোনো প্রকল্প বাস্তবায়ন করতে আমার দেশের মানুষের উপকার হবে, তার থেকে আমরা কিছু অর্জন করতে পারব, অহেতুক একটা প্রকল্প নিয়ে অনেকগুলো টাকা পেলাম দেখে সেখানে ঝাঁপ দেয়ার দরকার নেই।’

Print Friendly and PDF