চট্টগ্রাম, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রুনাইসহ ৩ দেশ থেকে জ্বালানি আমদানির চেষ্টা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১১ অক্টোবর, ২০২২ ২:২২ : অপরাহ্ণ

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

ব্রুনাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কথা ভাবছে সরকার। ব্রুনাই সুলতানের আসন্ন বাংলাদেশ সফরে দেশটি থেকে তেল আমদানির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) ব্রুনাইয়ের সুলতানের সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী শনিবার রাষ্ট্রীয় সফরে ঢাকা আসবেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়াহ। এটি ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধান পর্যায়ের প্রথম সফর হবে। সুলতানের এ রাষ্ট্রীয় সফরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে-দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি, বাংলাদেশি জনশক্তি নিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক, দুই দেশ কর্তৃক নাবিকদের সার্টিফিকেটেরে স্বীকৃতি সংক্রান্ত সমঝোতা স্মারক।

ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন নিয়ে জাতিসংঘে যে ভোটাভুটি হবে, বাংলাদেশ কোন পক্ষে ভোট দেবে তা জনসম্মুখে জানাতে চায় না সরকার।

Print Friendly and PDF