প্রকাশ: ৮ অক্টোবর, ২০২২ ৫:৪৭ : অপরাহ্ণ
২০০৭ সালের নির্বাচনের আগে বিএনপি-জামায়াত উপজেলা নির্বাচনী কর্মকর্তা হিসেবে ‘৩০০ ক্যাডার’কে নিয়োগ দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শুক্রবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘২০০৭ সালের ২২ জানুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে জরুরিভাবে উপজেলা নির্বাচনি কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারদের চাকরি দেয় বিএনপি-জামায়াত সরকার। বাংলাদেশের ইতিহাসে পিএসসি-কে ব্যবহার করে এতো দ্রুত কোনো নিয়োগ ইতিহাসে কখনো হয়নি।’
চাকরির নিয়োগপ্রক্রিয়াকে কলঙ্কিত করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘কোনো পরীক্ষা ছাড়া সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগপ্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার।’