প্রকাশ: ৬ অক্টোবর, ২০২২ ১০:৫৪ : পূর্বাহ্ণ
ভারতের পশ্চিমবঙ্গে প্রতিমা বিসর্জনের সময় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (৫ অক্টোবর) জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে হঠাৎই বান চলে আসায় এ দুঘর্টনা ঘটে।
জানা যায়, মালবাজারের মাল নদীতে হঠাৎই হরপা বান চলে আসায় নদীতে আটকে পড়ে বিসর্জনের গাড়ি। আটকে পড়েন বিসর্জন দিতে আসা বহু লোকজন।
ঘটনার পরই দ্রুত প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। মৃতদেহ উদ্ধার করে মাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, পাহাড় থেকে প্রবল জলস্রোত নামতে থাকায় উদ্ধার কাজে কিছুটা সমস্যা হয়। তবে উদ্ধারকাজ চলছে।