চট্টগ্রাম, সোমবার, ৬ মে ২০২৪ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়াগামী ট্রলারডুবি: টেকনাফে ৩০ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশ: ৪ অক্টোবর, ২০২২ ১১:৫৭ : পূর্বাহ্ণ

অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে ৩০ রোহিঙ্গা জীবিত ভেসে এসেছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তারা বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া পয়েন্টে জড়ো হয়।

স্থানীয় পুলিশ জানায়, তারা মূলত ট্রলারে করে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছিল। কিন্তু কিছুদূর যাওয়ার পর ট্রলারটি ডুবে গেলে তারা কূলে সাঁতরে আসে। ভেসে আসা সবাই বালুখালী, কুতুপালং ও হাকিমপাড়া ক্যাম্পের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার দেলোয়ার হোসেন জানান, সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়। ওই ট্রলারে ৮৫ জন যাত্রী ছিল। ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। এখনও উদ্ধার কার্যক্রম চলছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, এসব মানব পাচারের সঙ্গে কারা জড়িত তাদের বিষয়ে অভিযান শুরু করেছে পুলিশ।

Print Friendly and PDF