চট্টগ্রাম, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বছরের প্রথম ৯ মাসে ১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

প্রকাশ: ২ অক্টোবর, ২০২২ ১১:২০ : পূর্বাহ্ণ

চলতি বছরের প্রথম ৯ মাসে ফিলিস্তিনের অধিকৃত দুই অঞ্চলে ইসরায়েলি সৈন্যদের হাতে অন্তত ১০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার পূর্ব জেরুজালেমে অভিযানে ১৮ বছরের এক তরুণ ইসরায়েলি সৈন্যদের গুলিতে নিহত হয়। তার মৃত্যুর মধ্য দিয়েই গত ৯ মাসে মৃতের সংখ্যা পৌঁছায় ১০০ জনে।

চলতি বছরে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সৈন্যদের সশস্ত্র অভিযানের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রাণহানিও। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর পশ্চিম তীরে চলতি বছরটিতেই এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক মানুষ ইসরায়েলিদের হাতে প্রাণ হারিয়েছে।

নিহতদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে। এছাড়া অস্ত্রধারী বেসামরিক ইসরায়েলিদের গুলিতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ ভাগের এক ভাগই শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স ১৪ বছর।

Print Friendly and PDF